শেরপুরে জুলহাস উদ্দিন হত্যার ঘটনায় আদালত দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা দুই অভিযুক্তর উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নালিতাবাড়ী উপজেলার তোয়ালকুচি গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে বাবুল মিয়া (৩৫) ও একই গ্রামের মৃত মতলেবের ছেলে মনু মিয়া (৫২)। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৯ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালতের অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠান্ডু জানান, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর নালিতাবাড়ী উপজেলার তোয়ালকুচি এলাকায় স্থানীয় ইউপি সদস্য রহুল আমিনের মাধ্যমে ৪০ দিনের কর্মসূচির আওতায় একটি রাস্তা সংস্কারের দায়িত্বে কাজ করছিলেন স্থানীয় শ্রমিক সর্দার জুলহাস উদ্দিন (৫৫)। ওইদিন সকাল ১০টায় রাস্তা সংস্কারের কাজে বাধা দেয় বাবুল মিয়া ও মনু মিয়াসহ তাদের লোকজন। এক পর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দ্বারা প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে জুলহাস উদ্দিনকে। এ নিয়ে জুলহাস উদ্দিনের ছেলে মো. মনিরুজ্জামান বাদী হয়ে বাবুল ও মনুসহ ১৯ জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় শেষে আজ আদালত এই রায় দেন।
বিডি প্রতিদিন/এএ