ময়মনসিংহের ফুলপুরে নবী হোসেন (৩২) নামে এক মুদি দোকানদার আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ফুলপুর সদর ইউনিয়নের ডেফুলিয়া বাজারে তার নিজ দোকানে এ ঘটনা ঘটে। নবী হোসেন ডেফুলিয়া বাঁশতলা গ্রামের আব্দুল বারেক ও রাহিলা খাতুনের ছেলে। ঘটনার সংবাদ পেয়ে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, দিবাকালীন কিলো ডিউটিতে নিয়োজিত এসআই শাহাদাত হোসেন মুন্না, সঙ্গীয় এসআই সুমন মিয়া ও এসআই মোফাখখির উদ্দিনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, নবী হোসেনের মুদির দোকানে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নবী হোসেন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এমনকি মানসিক রোগে তিনি চিকিৎসাধীনও ছিলেন। প্রতি দিনের ন্যায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজ বসতবাড়ি হতে তার মুদির দোকান খুলতে যান। গিয়ে সকলের অজান্তে আত্মহত্যা করেন। এসআই শাহাদাত হোসেন লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ ব্যাপারে ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মৃতের লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে এবং থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/এএ