বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাস খাদে পড়ে নারী-পুরুষ এবং শিশুসহ ৩৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শিবগঞ্জের রংপুর মহাসড়কের পাকুরতলা নির্মাণধীন ফ্লাইওভারের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের অটোরিকশা চালক সমিতির সদস্য। দিনাজপুরের স্বপ্নপুরী থেকে পিকনিক শেষে বাসে করে বগুড়ায় ফিরছিলেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল জানান, ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের অটোরিকশা চালক সমিতির সদস্যরা শিপন-রিয়াদ পরিবহনে দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিকে গিয়েছিলেন। পিকনিক শেষে বাড়ি ফেরার পথে শিবগঞ্জের দেউলী ইউনিয়নের পাকুরতলা মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ৩৩ জন আহত হয়। এছাড়া বাসের চালক এবং হেলপারও আহত হন। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। তারাই আইনগত ব্যবস্থা নিবে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        