ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া এলাকায় দুই পক্ষের পূর্ব বিরোধের জেরে দুইজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গুরুতর আহত দুই ব্যক্তি হলেন- পুখুরিয়া গ্রামের করিম মাতুব্বরের দুই ছেলে সুলতান মাতুব্বর (৫০) ও ওমর মাতুব্বর (৪৫)।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পুখুরিয়া মাছ বাজারে। এ ঘটনার পর দুই পক্ষের হাজার খানেক লোক ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষের জন্য অবস্থান নেয়। দুই পক্ষের মাঝখানে পুখুরিয়া-সদরপুর আঞ্চলিক সড়কে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেওয়ায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গুরুতর আহত দুইজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, ভাঙ্গা উপজেলার মানিকদহ ও নুরুল্লাগঞ্জ ইউনিয়ন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু'টি দল রয়েছে। এক দলের নেতৃত্ব দেন মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামের করিম মাতুব্বর ও অপর পক্ষের নেতৃত্ব দেন নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামের আমির হোসেন মীর। অতীতে দু'পক্ষই বিভিন্ন সময়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, শুক্রবার পুখুরিয়া মাছ বাজারে মাছ কেনা নিয়ে করিম মাতুব্বরের পক্ষের রুহুল মাতুব্বরের সাথে আমির হোসেন মীরের তর্ক হয়। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে। এরপর দু'পক্ষের লোক বাজারে জড়ো হয়। এ সময় আমির হোসেনের পক্ষ নিয়ে বাজারের মাংস বিক্রেতারা করিম মাতুব্বরের দুই ছেলেকে কুপিয়ে জখম করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হই। দুই পক্ষের মাঝে অবস্থান নেই। এরপর দুই পক্ষের নেতা ও জনপ্রতিনিধিরা সংঘর্ষ না করার ব্যাপারে কথা দেন।
ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হেলাল উদ্দিন ভুইয়া বলেন, মাছ কেনা নিয়ে বিরোধ হয়। এ সময় দুইজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ