চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নুরানী মাদরাসা এলাকায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৭ লাখ ১৫ হাজার ভারতীয় জালরুপিসহ মোঃ বজলার রহমান ওরফে বজু (৫৫) নামে একজনকে আটক করেছে। আটককৃত বজলার রহমান ওরফে বজু জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের টোকনা গ্রামের মৃত জুন্নুর রহমানের ছেলে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের আনক স্কুলের পার্শ্ববর্তী নুরানী মাদরাসা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ