বিভিন্ন ধরণের পণ্যে সাজানো প্রতিটি স্টল। কোনোটাতে দেশীয় পোশাক, কোনো স্টলে আছে রঙবেরঙের গহনা, কোথাও আবার বাহারি সব সাজসজ্জার উপকরণ। আরও আছে হাতে বানানো কেক কিংবা পিঠা। এমন সব পণ্যের সমাহারে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে হয়ে গেল দিনব্যাপী বসন্ত মেলা।
নারী উদ্যোক্তাদের সংগঠন ময়মনসিংহ ই-কমার্স কার্ট এ মেলার আয়োজন করে। শুক্রবার সকালে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু।
মেলা উদ্বোধনকালে সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, আজ থেকে প্রায় এক যুগ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কর্মসংস্থান, যুবকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত এবং নারীদের কল্যাণে নানামুখী উদ্যোগ গ্রহণের কথা বলেছিলেন। তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তার সবগুলো অক্ষরে অক্ষরে পালন করেছেন। যার ফলে আজ বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আমরা আজ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হতে পেরেছি। তিনি আরও বলেন, ই-কমার্স যুগে আজ আমরা সাফল্যের দ্বারপ্রান্তে। আমাদের নারীরা তাদের প্রচেষ্টায় বহুদূর এগিয়েছে। সব বাধা অতিক্রম করে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। শিক্ষিত যুবকরাও আজ ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারণে এগুলো সম্ভব হয়েছে।
ময়মনসিংহ ই-কমার্স কার্ট (ম্যাক) এর প্রতিষ্ঠাতা সাদিয়া আফরিন লুনা বলেন, এ ধরণের মেলার মাধ্যমে অনলাইনে যারা ব্যবসা করছেন তারা নিজেদের প্রমোট করার সুযোগ পান। সেই সাথে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে নারীরা যেন উদ্যোক্তা হতে আগ্রহী হন সে লক্ষ্যে বিভিন্ন উৎসব ঘিরে এ মেলার আয়োজন করা হয়। এবারের মেলায় ৫৪টি স্টলে ৮০ জন উদ্যোক্তার সমাগম ঘটে।
বিডিপ্রতিদিন/কবিরুল