চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মিঠার দোকান এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. মফিজ নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. হোসেন বলেন, ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত মফিজের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল