রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সংগঠনটির উদ্যোগে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের মাঠে দলীয় পতাকা উত্তলন করে সম্মেলনের সূচনা করেন রাঙামাটির সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার।
বাঘাইছড়ি উপজেলা যুবলীগের সভাপতি মো. শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে এতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় যুবলীগের উপ-দপ্তর সম্পাদক আবদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলী হোসেন ও সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
রাঙামাটির সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমতলের মতো সর্বক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়াসহ প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্মেলনের আগে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
বিডি প্রতিদিন/এমআই