হবিগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মাঝে উপহার, নগদ অর্থ ও খাবার সামগ্রী বিতরণ এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে এসএসসি ৯৫ ব্যাচ হবিগঞ্জ জেলা ইউনিট-এর উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। সমন্বয়কারী অ্যাডভোকেট শায়লা পারভীনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস.এম খোকন, প্যালেন মেয়র শেখ সুমা জামান, কাউন্সিলর সালাউদ্দিন টিটু, সমন্বয়কারী সাইফুদ্দিন জাবেদ, অ্যাডভোকেট মইনুল হাসান দুলাল, মশিউর রহমান জাদু, জাকির টাকসালা ও শেখ নুরুল হক নুরু প্রমূখ।
অনুষ্ঠান শুরুতেই জেলার ২৫ জন প্রতিবন্ধী শিশুকে নিয়ে কেক কাটেন আয়োজকরা। এরপর তাদের মধ্যে নগদ অর্থ, খাবার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। পরে বাংলা ও বাঙালির ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে অনুষ্ঠিত হয় বর্ণিল পিঠা উৎসব।
বিডি প্রতিদিন/হিমেল