১১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৪৩

পঞ্চগড়ে বিএনপির পদযাত্রা, আওয়ামী লীগের শান্তি সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বিএনপির পদযাত্রা, আওয়ামী লীগের শান্তি সমাবেশ

পঞ্চগড়ে বিএনপির পদযাত্রা

বিএনপির নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে এই কর্মসূচি পালন করা হয়। বিএনপির উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেয়।

পদযাত্রার পাশাপাশি বিভিন্ন বাজার এবং রাস্তার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সারা দেশের বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবি করা হয়।

এদিকে একই সময়ে জেলার বিভিন্ন ইউনিয়নে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। এসময় ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই শান্তি সমাবেশে যোগ দেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন। পরে তারা বিভিন্ন মোড়ে ও বাজারে শান্তি সমাবেশ করেন। বিএনপির নৈরাজ্যপূর্ণ আন্দোলন ঠেকানোর জন্য এই শান্তি সমাবেশ বলে আওয়ামী লীগ বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর