১১ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:১৫

বিএনপি বস্তা পচা নীতি নিয়ে দেশ শাসনের দিবাস্বপ্ন দেখছে : বাহাউদ্দিন নাছিম

মাদারীপুর প্রতিনিধি

বিএনপি বস্তা পচা নীতি নিয়ে দেশ শাসনের দিবাস্বপ্ন দেখছে : বাহাউদ্দিন নাছিম

আ.ফ. ম বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ. ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, 'বিএনপি বস্তা পচা নীতি নিয়ে দেশ শাসন করার দিবাস্বপ্ন দেখছে। তাদের এ স্বপ্ন কখনই সফল হবে না।'

আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি চায় সরকার ক্ষমতায় যেতে। তারা দেশের জনগণের জন্য কি করবে তারা সেটা ভাবে না। দেশের কীভাবে উন্নয়ন হবে, দেশকে কীভাবে চালাবে তার কোনো পরিকল্পনা তাদের নেই। 

তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের গ্রাম পর্যায়ে মেহনতি মানুষের কাছে যেতে হবে। শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা বলতে হবে। আগামী দিনে আমাদের শান্তিপূর্ণ বাংলাদেশকে উন্নয়নশীল নয়, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। 

শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম-সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক, সাধারণ সম্পাদক বায়োজিদ হাওলাদার প্রমুখ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর