ঢাকার ধামরাইয়ে গাঙ্গুটিয়া ইউনিয়নে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশে ধাওয়া ও হামলার ঘটনায় ঢাকা জেলা বিএনপির প্রচার সম্পাদক সুনীল সাহাসহ ৩৩ জনের নামে মামলা হয়েছে। এ মামলায় ৮ জনের নাম উল্লেখ করে ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন আওয়ামী লীগ কর্মী হাসান মাহমুদ। রাতেই মামলাটি রুজু করা হয়েছে।
মামলায় আসামিরা হলেন গাঙ্গুটিয়া গ্রামের সুনীল সাহা, কৃষ্ণপুরা গ্রামের মোজাম্মেল হোসেন, আইয়ূব আলী, শরীফ, কাওয়াখোলা গ্রামের ওমর আলী,আবদুর রফিক, দক্ষিণ হাতকোড়া গ্রামের আলতাফ হোসেন আলতু,বড়নালাই গ্রামের শহিদুল ইসলাম।
ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদ জানান, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এতে বিএনপি নেতা শরিফুল ইসলাম শরিফসহ হয়েকজন আহত হন। আবার উল্টো আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। তিনি এ মামলা প্রত্যাহারের দাবি জানান। এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/এএ