চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ফরেস্ট চেক স্টেশন এলাকায় মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসে পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৬শ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার ভোর রাতে ও সকালে এ পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনয়িনের প্যান্ডেলপাড়ার রাজিয়া আক্তার (২২) ও কক্সবাজার সদর উপজেলার লাইট হাইজপাড়ার আবদুস সালমের ছেলে মো. সেলিম মিয়া (৪৫)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, রবিবার ভোরে মহাসড়কের ডুলাহাজারা বনবিভাগের চেকপোস্ট এলাকায় পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়। এসময় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশি চালালে রাজিয়া আক্তার নামে এক নারীর ভ্যনিটি ব্যাগ থেকে ৩ হাজার ৬শ' পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একইভাবে সকাল সাড়ে ৮টার দিকে একটি যাত্রবাহী বাসে তল্লাশি চালালে সেলিম মিয়া নামে এক ব্যক্তির কাপড়ের ব্যাগে পলিথিনে মোড়ানো ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন গ্রেফতার দুই মাদক পাচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন