বান্দরবান পৌর এলাকার কালাঘাটায় রবিবার বিকেলে কাঠবোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহত হয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে শহরের বান্দরবান-রোয়াংছড়ি সড়কের কালাঘাটা সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হয় মেয়ে আয়েশা বেগম (৫)। উপস্থিত জনতা গুরুতর আহত অবস্থায় মা আমেনা বেগমকে (৩৬) উদ্ধার করে হাসপাতালে নেবার পথে তিনিও মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমেনা বেগম তার ৫ বছরের মেয়ে আয়েশা বেগমকে নিয়ে রাস্তা পাড় হবার সময় রোয়াংছড়ি থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাক তাদেরকে চাপা দেয়।
বান্দরবান সদর থানার ওসি এসএম শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি ফেলে চালক ও তার সহকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম