সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নরসিংদী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাইনুদ্দিন ভূইয়া ও সাবেক যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সাদেককে সংগঠনের সকল পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে ফাহিম ভূইয়া অভিকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
রবিবার সন্ধায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের আদেশে এই বহিষ্কার আদেশ প্রদান করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, নরসিংদী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। শনিবার নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের গাড়িবহরে হামলা করা হয়। ছাত্রদলের পদবঞ্চিত নেতা মাইনুদ্দিনের নেতৃতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ খায়রুল কবির খোকনের।
বিডিপ্রতিদিন/কবিরুল