পটুয়াখালীর দুমকিতে আজিজ আহম্মেদ (ডিগ্রি) কলেজের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে মো. জসিম উদ্দিন হাওলাদার, সৈয়দ মিজানুর রহমান (মনোয়ার) ও মো. এনায়েতুর রহমান (মিল্টন) নির্বাচিত হয়েছেন। রবিবার বিকালে ভোটগ্রহণ কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা ও জয়গুন নেসা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সত্য রঞ্জন সাহা।
এর আগে ওইদিন সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত কলেজ শিক্ষক মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন ও প্রিসাইডিং অফিসার সূত্রে জানা যায়, নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে মো. এনায়েতুর রহমান (মিল্টন) পেয়েছেন ২৪৮ ভোট, তালা প্রতীক নিয়ে সৈয়দ মিজানুর রহমান (মনোয়ার) পেয়েছেন ২৫৩ ভোট এবং আনারস প্রতীকে মো. জসিম উদ্দিন হাওলাদার পেয়েছেন ২৭২ ভোট।
এদিকে মৌখিকভাবে ভোট বর্জনের ঘোষণা দিলেও মোরগ প্রতীকে মো. ফারুক খন্দকার ৫২ ভোট, দোয়াতকলম প্রতীকে মো. লিটন ফকির ০১ ভোট ও টিউবওয়েল প্রতীকে আ. রাজ্জাক হাওলাদার ০৩ ভোট পেয়েছেন। টিউবওয়েল প্রতীকের প্রার্থী আ. রাজ্জাক হাওলাদার, দোয়াতকলম প্রতীকের মো. লিটন ফকির ও মোরগ প্রতীকের মো. ফারুক হোসেন বেলা ১১ টায় প্রেসক্লাব দুমকিতে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত ভোটার তালিকা ত্রুটিপূর্ণ ও সাজানো-পাতানো নির্বাচনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।
ক্যাম্প স্থাপন করেও নির্বাচনে অংশ না নেওয়া প্রার্থী মো. ফারুক হোসেন বলেন, আমি ১০ টার আগেই ভোট বর্জন করেছি। কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ২ কপি নিয়ে গেলেও ১ কপি রেখে দিয়েছে ডুপ্লিকেট কপি দেয়নি।
এ বিষয় জানতে চাইলে কলেজ অধ্যক্ষ ও নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মো. আহসানুল হক বলেন, সকাল ৯ টা ৩০ মিনিটে তারা মৌখিকভাবে ভোট বর্জনের কথা বলেন। বিকাল ৩টা ০৫ মিনিটের দিকে লিখিতভাবে একটি কাগজ দেন যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক গ্রহণ করা সম্ভব নয়।
উল্লেখ্য, উক্ত নির্বাচনে তিনটি পদের বিপরীতে ৬ জন প্রার্থীর অংশ নেন। মোট ৪৯২টি ভোটের বিপরীতে ২৮৫টি ভোট পড়েছে। এতে ০১ টি ভোট বাতিল হয়েছে এবং ৫৭.৯২ দশমিক ভোট কাস্টিং হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল