বরিশাল জেলার বিভিন্ন এলাকা থেকে গত ২ মাসে হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। জেলা পুলিশের আইসিটি ও গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে এই মোবাইল উদ্ধার করে। সোমবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম।
তিনি আরও জানান, আইসিটি শাখা ও গোয়েন্দা পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সময় জেলার বিভিন্ন থানা এলাকায় গত ২মাসে হারিয়ে যাওয়া মোট ২১টি মোবাইল ফোন সনাক্তপূর্বক উদ্ধার করে। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনী তারা। সংশ্লিষ্টদের সামাজিক সন্মান হানী থেকে বাঁচাতে তাদের নামও প্রকাশ করেননি পুলিশ সুপার। উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকদের ফেরত দেয়া হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, থানায় জিডি থাকার কারনে মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। এরকম ঘটনা ঘটলে স্থানীয় থানা পুলিশ কে অবহিত করার কথা বলেন তিনি। যাতে অপরাধীরা চুরি যাওয়া ফোন ব্যবহার করে কোন অপরাধ বা বøাকমেইল করতে না পারে।
বিডি প্রতিদিন/এএম