রংপুর নগরীতে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর মুন্সিপাড়ার পাঠশালার মোড় এলাকায় তার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর পাঠশালার মোড়ে মামার বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করতো মৌসুমী আক্তার নামে এক তরুণী। সোমবার সকালে ঘর থেকে মৌসুমীর কোন সাড়া না পেলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। দরজা খুলে তারা দেখতে পায় মৌসুমী ঘরে আত্মহত্যা করেছে। পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান জানান, আমরা জেনেছি মেয়েটির মানসিক সমস্যা ছিল। সে মামার বাড়িতে থেকে গৃহপরিচারিকার কাজ করতো। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে।
বিডি প্রতিদিন/এএ