পটুয়াখালীর দুমকি উপজেলার জলিশা গ্রামের আল-মদিনা জামে মসজিদ সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে সাইফুল ফকির (২৮) নামের চিহ্নিত এক মাদক কারবারিকে ৭শ পিস ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ি সাইফুল ফকিরকে (২৮) আটক করে। তার স্বীকারোক্তি অনুয়ায়ী জলিশা গ্রামের বাড়ি থেকে ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে দুমকি থানায় মামলা দায়ের প্রক্রিধীন আছে। গ্রেফতারকৃত আসামি সাইফুল জলিশা গ্রামের দেলোয়ার হোসেন ফকিরের ছেলে এবং এলাকার চিহ্নিত একাধিক মাদক মামলার আসামি। এর আগে সে গত বছরের ১৮ নভেম্বর ৬ কেজি গাঁজাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়। তার সহদর বড়ভাই জসিম উদ্দিন ফকির চলতি বছরের ২২ জানুয়ারি ১৫ পিস ইয়াবাসহ গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়ে জেল হাজতবাস করছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে নিয়মিত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ