দিনাজপুরের খানসামার অবৈধ ৪ ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত খানসামা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম সামিউল ইসলাম, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
জানা যায়, সরকারী অনুমোদন ছাড়া ভাটায় ইট তৈরী ও বিক্রি, শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন এবং সরকারী নির্দেশনার কম সাইজে ইট তৈরী করার অপরাধে খানসামা উপজেলার কুমড়িয়া মন্ডলের বাজার এলাকার টু-স্টার ব্রিক্সস ও এমএমকে ব্রিক্সসকে দেড় লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা এবং পুলহাট এলাকার আরএটি-১ ও আরএটি-২ নামে দুই ইটভাটাকে ২ লাখ করে ৪ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, পরিবেশ দূষণ ও অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোর প্রয়োজনীয় কাগজপত্র নেই, সেসব ভাটাকে সর্তক করে অভিযান পরিচালনা করা হয়। খানসামার অবৈধ ৪ ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম