ভালোবাসা দিবসে দিনাজপুরে ছিন্নমূল মানুষের জন্য এক বেলার উন্নতমানের খাবার পরিবেশন এবং দিনাজপুর ছানাপীর দাখিল মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার অসহায় দরিদ্র, মেধাবী শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অসহায় নারী, পুরুষ ও শিশুদের এক বেলা খাবারের অয়োজন করে ব্যতিক্রমী ভালোবাসা দিবস পালন করে দিনাজপুর রক্তদান সমাজকল্যাণ সংস্থা। মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহরের রেলওয়ে স্টেশন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ছিন্নমূল মানুষের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
এর আগে আলোচনা সভায় রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা সাংবাদিক শাহরিয়ার হিরু, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অপরদিকে, ভালোবাসা দিবসে মঙ্গলবার শীতের সকালে দিনাজপুর ছানাপীর দাখিল মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার অসহায় দরিদ্র, মেধাবী শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দিনাজপুর শহরের ছানাপীর দাখিল মাদ্রাসা মাঠে এই শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল।
ছানাপীর দাখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলামের সভাপতিত্বে মহিলা আওয়ামী লীগ নেত্রী রোকসানা গোল্ডেন, আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম ও ছাত্রলীগ নেতা নোমান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই