আজ বিশ্ব ভালোবাসা দিবসে বিক্ষোভ সমাবেশ করেছে জয়পুরহাট ‘প্রেমবঞ্চিত সংঘ’ নামের একটি সংগঠনের সদস্যরা। মঙ্গলবার বিকালে জয়পুরহাট রেল স্টেশন চত্বর থেকে একটি মিছিল সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজে গিয়ে শেষ হয়।
এসময় বিক্ষোভে অংশগ্রণকারীরা বিভিন্ন শ্লোগান দেন। মিছিলটি জয়পুরহাট সরকারি কলেজ চত্বরের সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রেম বঞ্চিত সংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক মো: রনি হাসান বলেন, আমরা প্রেমের বিরোধী নই। তবে ১৪ ফেব্রুয়ারি প্রেমের নামে যা চলে তার প্রতিবাদ করছি। ভালোবাসার নামে দেশে যে শ্লীলতাহানির ছড়াছড়ি, এটা আমরা চাই না। একজনের একটাই প্রেম থাকবে, একের অধিক আমরা মেনে নেবো না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রেম বঞ্চিত সংঘের প্রেম বঞ্চিত উপদেষ্টা হামিদুর রহমান স্বরণ, সভাপতি হামিম মোল্লা, সহসভাপতি আলমগীর হোসেন, সোহানুর রহমান সোহান, যুগ্ম সাধারণ মাসুম রেজা, সাংগঠনিক সম্পাদক মেশকাত মাহিন মিফা প্রচার সম্পাদক আব্দুল্লাহ বিন আশিক, দপ্তর সম্পাদক মো. রাকিব হাসানসহ অনেকেই।
বিডি প্রতিদিন/হিমেল