বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে ট্রলার শ্রমিক সোহেল খান (৩২) নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তার সন্ধানে তৎপরতা অব্যাহত পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলতলা ঘাট দিয়ে খেয়া পাড় হয়ে কীর্তনখোলার পূর্বতীর চরমোনাই এলাকায় যেতে হয় জনসাধারণকে। বুধবার শুরু হচ্ছে চরমোনাই’র ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল। মাহফিল শুরুর কয়েক দিন আগে থেকেই হাজার হাজার মুসুল্লি এই খেয়াঘাট পাড় হয়ে চরমোনাইতে যাচ্ছেন। নিখোঁজ হওয়ার দুইদিন আগে সোহেল মুসুল্লিবাহী ট্রলারে শ্রমিক হিসেবে যোগ দেয়। নিখোঁজ সোহেল মৃগী রোগী ছিলেন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। এ কারনে সুন্দরবন লঞ্চের চাকরি থেকে তাকে বাদ দেয় মালিকপক্ষ।
নিখোঁজ সোহেল ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় গ্রামের আব্দুল জলিল খানের ছেলে। বরিশাল নগরীর পলাশপুর বৌ-বাজার এলাকায় বসবাস করতেন তিনি।
বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, সকাল ১০টার দিকে বেলতলা ঘাটে নোঙ্গর করা একটি ট্রলারের পেছনের অংশে যায়। আকস্মিকভাবে ট্রলার থেকে নদীতে পড়ে সে নিখোঁজ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে নৌ-ফায়ার স্টেশনের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে। তার সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম