বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল নগরীর কাশীপুর এলাকায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কাশীপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম রাহাত নগরীর ৩ নম্বর ওয়ার্ডের মতাশার এলাকার বাসিন্দা ও একটি বিক্রয় প্রতিনিধি ছিলেন।
নগরীর বিমান বন্দর থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, একটি বাস যাত্রী নিয়ে বরিশালের চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়ক অতিক্রমকালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক আহত হয়। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়েছে বলে ওসি জানান।
বিডি প্রতিদিন/এএম