জয়পুরহাটের ক্ষেতলালে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় ট্রাকচালক সেলিম উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোস্তাফা জামান এ তথ্য জানান।
তিনি জানান, দুর্ঘটনার পরে ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন চালক সেলিম হোসেন। এরপর ধাওয়া খেয়ে ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকায় ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যান। এ ঘটনায় অনুসন্ধানে নামে র্যাবের গোয়েন্দা টিম। জায়গা বদল করার পরেও তথ্য প্রযুক্তির সহায়তায় রাত ৩টার সময় বগুড়া থেকে ঘাতক ট্রাক চালক সেলিম উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। পাশাপাশি হেলপারকে আটকের চেষ্টাও অব্যাহত আছে।
র্যাবের জিজ্ঞাসাবাদে ট্রাক চালক সেলিম জানান, গত ৪ বছর যাবৎ দূরপাল্লার গাড়ি চালান তিনি। তবে তার প্রাতিষ্ঠানিক কোনো ড্রাইভিং প্রশিক্ষণ নেই। এর আগে হেলপার ছিলেন তিনি। দুর্ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্তে গাড়ি নিয়ে পালিয়ে বেড়িয়েছেন তিনি।
উল্লেখ্য, গত সোমবার জয়পুরহাট টু ক্ষেতলাল আঞ্চলিক সড়কে পৌর এলাকার বিএম কলেজ সংলগ্ন মালিপাড়া নামক স্থানে ট্রাকচাপায় সিএনজি চালক ও ৪ যাত্রীসহ পাঁচজন নিহত ও ক্ষেতলাল উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহান (সেঁজুতি) গুরুতর আহত হন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ