ঠাকুরগাঁওয়ে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসায় অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদ, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমূখ।
খেলার ৩২টি ইভেন্টে পাঁচ উপজেলা থেকে ৪৯০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল