বগুড়ার নন্দীগ্রাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আব্দুল মুনিম নামের ওই শিশুর লাশ গ্রামের টয়লেটের কুপ থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে লাশ উদ্ধারের পর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
আব্দুল মুনিম নন্দীগ্রাম উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের ছোট চাঙ্গুইর গ্রামের স্কুল শিক্ষক ইদ্রিস আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বুধবার সকাল ১০টার দিকে আব্দুল মুনিম খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করতে থাকে তার মা। বেলা ১২টার দিকে গ্রামের জাহিদুল ইসলামে টয়লেটের কুয়ার ঢাকনা সরানো দেখতে পেয়ে লোকজন সেখানে যায়। পরে তারা দেখতে পারেন কুয়ার মধ্যে মাথা নীচে এবং পা উপরের দিকে আব্দুল মুনিমের লাশ। খবর পেয়ে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে লাশ হেফাজতে নেন।
নন্দীগ্রাম কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে মাথায় আঘাত করে হত্যার পর লাশ টয়লেটের কুপে গুম করার উদ্দেশ্যে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত