ফরিদপুরে দুই হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার ভোরে ফরিদপুর শহরের কমলাপুর মাটিয়া গোরস্থান নামক এলাকা থেকে ওই তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- জেলা শহরের কমলাপুর মাটিয়া গোরস্থান এলাকার রুস্তুম শেখের ছেলে মো. টিটন শেখ (৩৯), পাশের হাবেলী গোপালপুর এলাকার সোনা উল্লাহ মন্ডলের ছেলে গোলাম মওলা মন্ডল (৪২) ও জেলা সদরের সিএন্ডবি ঘাট এলাকার জাকির ফকিরের ছেলে সুমন ফকির (২৮)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তারা দীর্ঘদিন জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারি করে আসছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ