চাঁপাইনবাগঞ্জ সদর উপজেলায় ১ম ধাপে নির্মিত ৯টি পাকা বাড়ি পেলেন ৯ জন বীর মুক্তিযোদ্ধা। আজ বুধবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্প বীর নিবাস আনুষ্ঠানিকভাবে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানটি অবলোকন করেন মুক্তিযোদ্ধারা।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাঁপাইনবাগঞ্জ সদর উপজেলায় ১ম ধাপে নির্মিত ৯টি পাকা বাড়ির চাবি ৯ জন বীর মুক্তিযোদ্ধার হাতে তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী। এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টারু, সদর উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মৌদুদ আলম খাঁ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন প্রমূখ।
প্রতিটি বাড়ির আয়তন হচ্ছে ৭৩৫ বর্গফুট। ১৪ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ বাড়িতে দু’টি শয়ন কক্ষ, দু’টি শৌচাগার, বৈঠক ঘর, খাবার ও রান্না ঘর রয়েছে। এছাড়া থাকবে একটি সাবমারসিবল পাম্প। আরও ৫৬ টি বাড়ি নির্মাণের প্রক্রিয়ায় রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইউএনও’র কার্যালয় ঠিকাদারের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রসঙ্গত, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারাদেশে ৩০ হাজার বীর মুক্তিযোদ্ধা বা তাদের উত্তরাধিকারীদের জন্য পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। একই আদলে নির্মাণ করা হচ্ছে প্রতিটি বাড়ি। এসব বাড়ির নামকরণ করা হয়েছে ‘বীর নিবাস’।
বিডি প্রতিদিন/হিমেল