রাঙামাটির কাপ্তাইয়ে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আবু তাহের (৭০)। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেপিএম বারঘোনিয়া কাটা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
কাপ্তাই ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাঙামাটি কাপ্তাই উপজেলার ২নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন বড়ুয়া জানান, রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেপিএম বারঘোনিয়া কাটা পাহাড় এলাকায় স্থানীয় মো. তাহেরের বাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় তার বাসায় তাহের ছাড়া কেউ ছিল না। তার সহধর্মীনি ও সন্তানরা চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তাই ঘুমন্ত অবস্থায় আগুন লাগার বিষয় হয়তো সে বুঝতে পারেনি। তাই অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তাহের।
এ ব্যাপারে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, রাত ১টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর আসে। ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ২টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগে অধিকাংশ পুড়ে যায় বাড়িটি। অগ্নিদগ্ধ বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু তার আগে মৃত্যু হয় বৃদ্ধার।
রাঙামাটি কাপ্তাই থানার ভারপাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, মৃতদেহটি রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে, উপজেলা চেয়ারম্যান মো. আকতার হোসেন মিলন।
বিডি প্রতিদিন/হিমেল