ঝিনাইদহে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে বসন্ত উৎসব উদযাপন করেছে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডপ্রাপ্ত সংগঠন কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)।
বুধবার সকালে সরকারি কেশবচন্দ্র কলেজে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিএম রেজাউল করিম, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলসহ কসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কসাস সদস্যদের অংশগ্রহণে পরিবেশন করা হয় নাচ ও গান, যা উপভোগ করেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
দিনভর এই আয়োজনে ছিল পিঠা উৎসবও। এছাড়াও বসন্ত ও ভালোবাসা দিবসকে স্মরণ করে রাখতে ২০জন পথশিশুকে রঙিন পোশাক দেওয়া হয়।
বিডি প্রতিদিন/কালাম