নেত্রকোনায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনেও এবার বসন্ত বরণ অনুষ্ঠিত হয়েছে। শহরের মোক্তারপাড়া জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে মঙ্গলবার রাতে বসন্ত বরণ ১৪২৯ উপলক্ষ্যে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
এতে কালচারাল অফিসার তমাল বোসের পরিচালনায় চারুকলা প্রশিক্ষক সুসহ বণিক মলুর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন। এছাড়াও সাংবাদিক ও সুশীল সমাজ নেতৃবৃন্দসহ শিল্পকলা একাডেমির প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বসন্ত বরণে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা গান নৃত্য আবৃত্তি পরিবেশন করে। প্রথমেই অরুণ রায়ের বাঁশির সুরে বসন্ত বন্দনা শুরু হয়। একে একে গান নৃত্য আবৃত্তি পরিবেশিত হয়। স্বরচিত কবিতা পাঠ করেন সাংবাদিক আলপনা বেগম।
এছাড়াও কবিতা পাঠ, প্রয়াত সাধক বারী সিদ্দিকীর গানসহ নৃত্য পরিবেশিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন