রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৪তম জন্মদিন উপলক্ষে বরিশালে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা শুরু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় সরকারি ব্রজমোহন কলেজে মাঠে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সিটি মেয়রের সহধর্মীনি সাংস্কৃতিক সংগঠক লিপি আবদুল্লাহ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া।
আয়োজক উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ ড. এএস কাইয়ুম উদ্দিন আহমেদ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল-আমিন সরোয়ার ও সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী সহ অন্যান্যরা।
আলোচনা সভা ছাড়াও প্রদীপ প্রজ্জলন ও সাংস্কৃতিক পরিবেশনা ছিলো উদ্বোধনী অনুষ্ঠানে।
তিন দিনব্যাপী মেলা আগামী ১৭ ফেব্রুয়ারি শেষ হবে। এই তিনদিন সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত মেলা সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বই, খাবার ও পোশাক সহ বিভিন্ন ধরনের ৪০ টি স্টল রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন