‘আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে “বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, ইপসা এর চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার ফরাহানা ইদ্রিস প্রমুখ।
বক্তারা নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার প্রতিষ্ঠাসহ বাল্যবিবাহ আইন ও বিধিমালা এবং বাস্তবতার উপর আলোচনা করেন।
বিডি প্রতিদিন/এএম