বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুড়ি গ্রামের শাহজালাল হাওরাদারের ৫ বিঘা জমির মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে অজ্ঞাত দুর্বৃত্তরা।
এতে তার কমপক্ষে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রতিবেশী শত্রুপক্ষের লোকেরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন শাহজালাল।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মৌখিকভাবে ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ