নেত্রকোনার দুর্গাপুর শহরের বুরঙ্গা এলাকায় বাড়ির কাছেই সেচের পানিতে ডুবে নুসাইফা নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। নুসাইফা ওই গ্রামের মোশারফ হোসেনের কন্যা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে পরিবারের অন্যরা ঘরের কাজে ব্যস্ত থাকায় বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। পরিবারের লোকজন হঠাৎ নুসাইফাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশে ধান ক্ষেতে সেচের পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখতে পায় শিশুর বড় বোন সাবরিনা চিৎকার করে। পরে অন্যরা এগিয়ে এসে শিশুটি উদ্ধার করে। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারা ফেরদৌস শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত