নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নারীকে ধর্ষণের মামলায় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ থানার এস আই মো. ইয়াউর রহমান ফতুল্লা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফরহাদ ওরফে সোহান খান (৩০) নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকার মো. আমজাদ হোসেনের ছেলে।
এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে ফরহাদ ওরফে সোহান খানকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক ভুক্তভোগী নারীর পূর্ব পরিচিত। গত ১৯ জানুয়ারি ওই নারীকে বাসায় একা পেয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে পালিয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, ভুক্তভোগী নারী অভিযোগ করার পর ভোররাতে আমাদের থানা পুলিশ ফতুল্লা থানা পুলিশের সহযোগিতায় আসামি গ্রেফতার করতে সক্ষম হই। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম