ভারতে পাচারকালে যশোরের শার্শার অগ্রভুলাট সীমান্ত থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করতে না পারলেও চোরাচালানি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহল দল স্বর্ণের বার গুলো উদ্ধার করে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান।
তিনি জানান, ভারতে স্বর্ণের বার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভুলাট ও অগ্রভুলাট বিওপি’র মধ্যবর্তী নয়কোনা বটতলার মোড় এলাকায় অবস্থান নেওয়া হয়। কিছুক্ষণ পর টহল দল এক ব্যক্তিকে মোটরসাইকেলে আসতে দেখে তাকে থামতে বলে। পরে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।
এসময় ৯৩২ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বারসহ মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৭৩ লাখ ৭২ হাজার ১২০ টাকা ও মোটরসাইকেলের মূল্য এক লাখ ৫০ হাজার টাকা বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/শফিক