১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:২১

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

দিনাজপুর-পার্বতীপুর রেল রুটের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে চিরিরবন্দরের কাঁকড়া রেল ব্রিজের নিকটে এ ঘটনাটি ঘটেছে। 

স্থানীয়রা ও পুলিশ জানায়, দিনাজপুর-পার্বতীপুর রেলরুটের চিরিরবন্দরের কাঁকড়া রেল ব্রিজের পশ্চিম পাশে স্থানীয় এক ব্যক্তি ঢাকা থেকে পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়া অজ্ঞাতনামা এক ব্যক্তিকে দেখতে পায় এবং পুলিশকে সংবাদ দেয়। চিরিরবন্দর থানা কর্তৃপক্ষ ঘটনাটি সংশ্লিষ্ট রেল পুলিশকে অবহিত করে। পরে দিনাজপুর স্টেশন রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোটের পর ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাস্টার ফখরুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ মরদেহ নিয়ে গেছে। এ ঘটনায় সাধারণ ডায়রি করা হয়।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর