শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর এলাকার একটি গম ক্ষেতের ভিতর থেকে প্রান্ত (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রান্ত ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন।
উপজেলার বিলাশপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি গ্রামের মৃত আতিকুর রহমানের ছেলে প্রান্ত। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ।জাজিরা থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সপরিবারে ঢাকায় বসবাস করতো প্রান্তরা। বাবা মারা যাওয়ার পর দেড় মাস আগে শরীয়তপুরের জাজিরায় চলে আসেন তারা। দুই ভাই এক বোনের মধ্যে প্রান্ত সবার ছোট। সংসারের হাল ধরতে বড় ভাইয়ের সাথে ভ্যান চালাতেন তিনি। প্রতিদিনের মত গত ১২ ফেব্রুয়ারি সকালে ভ্যান নিয়ে বের হন প্রান্ত। এরপর আর ঘরে ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ১৩ ফেব্রুয়ারি জাজিরা থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন।
পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায়, নুরুল ইসলাম নুরু নামের এক জনকে আটক করে। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টার বিকেনগরের একটি গম ক্ষেত থেকে থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন আরো দুজনকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে প্রথমে একজনকে আটক করা হয়। পরে সন্দেহভাজন আরো দুজনকে আটক করা হয়েছে। প্রান্তর ভ্যান গাড়িটিও উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল