১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:৪১

ঝিনাইদহে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী যুবক নিহত

ঝিনাইদহে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার সকালে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ফজরের নামাজ শেষে হাটগোপালপুর বাজারে খাদ্য গুদামের সামনে দিয়ে হাটছিলো ওই এলাকার মিলন হোসেন ও আব্দুস সাত্তার। সেসময় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মিলন হোসেন। আহত আব্দুস সাত্তারকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান ও হেলপারকে আটক করেছে পুলিশ। 

নিহতের আত্মীয় আল-আমিন জানান, মালয়েশিয়া যাওয়ার জন্য ঢাকায় এক এজেন্সিতে দুইজন মিলে টাকা জমা দিয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি ফ্লাইটের তারিখ ছিল। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর