ঝিনাইদহে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার সকালে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ফজরের নামাজ শেষে হাটগোপালপুর বাজারে খাদ্য গুদামের সামনে দিয়ে হাটছিলো ওই এলাকার মিলন হোসেন ও আব্দুস সাত্তার। সেসময় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মিলন হোসেন। আহত আব্দুস সাত্তারকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান ও হেলপারকে আটক করেছে পুলিশ।
নিহতের আত্মীয় আল-আমিন জানান, মালয়েশিয়া যাওয়ার জন্য ঢাকায় এক এজেন্সিতে দুইজন মিলে টাকা জমা দিয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি ফ্লাইটের তারিখ ছিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ