নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়া জেলা গৃহনির্মাণ শ্রমিক পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা গৃহনির্মাণ শ্রমিক পরিষদের সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গৃহনির্মাণ শ্রমিকরা অগ্রণী ভূমিকা রাখছে। তারা বিদেশে কাজ করে যে অর্থ উপার্জন করে সেই অর্থ দেশে পাঠাচ্ছে। এতে করে বাংলাদেশে রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে। তাদের দিনরাত পরিশ্রমে দেশে গড়ে উঠছে বহুতল ভবন, বড় বড় কলকারখানা। সুতরাং তাদের অবহেলা করা উচিত হবে না।
সংগঠনের জেলার সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোকাদ্দেম হোসেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা গৃহনির্মাণ শ্রমিক পরিষদের প্রধান উপদেষ্টা কামরুল আলম রিপু, সাবেক সভাপতি আমিরুল ইসলাম আমির, নজরুল ইসলাম পাতু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার শেখ, বিএসআরএম এর জোনাল সেলস হেড নর্থবেঙ্গল মোস্তাফিজুর রহমান, কে এস আর এম স্টিল প্লান্ট লিমিটেডের এজিএম (মার্কেটিং এন্ড সেলস) মাসুম বিল্লাহ, বিবিএস কেবলস রাজশাহী ও রংপুর বিভাগের সিনিয়র ডিজিএম (সেলস এন্ড মার্কেটিং) এম এ মতিন, দৈনিক স্যানেটারি স্টোর বগুড়ার স্বত্বাধিকারী শহিদুল ইসলাম সজিব প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম