বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে পদযাত্রা করেছে ফরিদপুর মহানগর বিএনপি।
শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে এ পদযাত্রাটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তা প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পদযাত্রার শুরুতে মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন ও বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান।
মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান, এবি সিদ্দিকী মিতুল, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। পদযাত্রা ফরিদপুর জেলা, মহানগর বিএনপি ও সহযোগী এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই