বাঘের আক্রমণে আহত হওয়ার পর ২১ দিনের লড়াই শেষে মারা গেলেন বাগেরহাটের জেলে অনুকূল গাইন। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের খালে মাছ ধরার সময় একটি রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে গুরুতর আহত হয়েছিলেন অনুকূল গাইন (৩৫)।
তিন সপ্তাহ জীবন-মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। বাঘের আক্রমণে নিহত জেলে অনুকূল গাইন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আমুরবুনিয়া গ্রামের মুকুন্দ গাইনের ছেলে।
গত ২৭ জানুয়ারী সকালে সুন্দরবনের ২৭ নম্বার কম্পার্টমেন্টের ‘মিস্ত্রীর ছিলা’ এলাকার খালে মাছ ধরার সময় একটি বাঘ তাকে আক্রমণ করে। এসময়ে অনুকূলের ডাক-চিৎকারে আশপাশের জেলেরা লগি-বৈঠা দিয়ে পিটিয়ে বাঘের মুখ থেকে জেলে অনুকূলকে উদ্ধার করে। তবে, বাঘের আক্রমনে জেলে অনুকূলের পেটের ভুঁড়ি বের হয়ে যাওয়ায় আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেরে পাঠানো হয়। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শাজাহান আলী জানান, গত ২৫ জানুয়ারী সুন্দরবন বিভাগ থেকে পাশ-পারমিট নিয়ে মাছ ধরতে যান অনুকূল। ২৭ জানুয়ারী সকাল ১১টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মিস্ত্রীর ছিলা এলাকার খালে মাছ ধরার একটি বাঘ তাকে আক্রমণ করে পেটের ভুঁড়ি বের করে দেয়। এসময়ে অনুকূলের ডাক-চিৎকারে আশপাশের জেলেরা লগি-বৈঠা দিয়ে পিটিয়ে বাঘের মুখ থেকে তাকে উদ্ধার করের। তিন সপ্তাহ ধরে জীবন-মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তার লাশ আমুরবুনিয়া গ্রামের বাড়িতে আনার পর ধর্মীয় আচার মেনে সৎকার করা হয়েছে।
বাঘের আক্রমণে নিহত হতদরিদ্রে জেলে অনকূল গাইনের পরিবারে একমাত্র বৃদ্ধা মা রয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল