কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদসহ একজন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ সব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১১টি বিদেশী মদের বোতলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুরান পাড়ার আবুল কালামের ছেলে মোহাম্মদ আরাফাত (১৯) বলে জানা যায়।
তিনি আরো জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম