ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠন ভালুকা ব্লাড পয়েন্ট ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌরসভার কেন্দ্রীয় ঈদগা মাঠে ওই স্বেচ্ছাসেবী মিলনমেলায় র্যালি, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভায় ভালুকা ব্লাড পয়েন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মো. হুমায়ন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়ার ডা. এ.কে.এম. মেজবাহ উদ্দিন কাইয়ূম।
অনুষ্ঠিনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাপোলো কলেজের অধ্যক্ষ এ.আর.এম. শামছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিন উল্লাহ খাঁন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভ্যুদয়’ সভাপতি মো. আসাদুজ্জামান সুমন, ভালুকা ক্লাব সভাপতি মো. সুমন খান, নারী উদ্যোক্তা মেহেজাবিন আক্তার প্রমুখ ।
বিডি প্রতিদিন/এএ