ময়মনসিংহের ফুলপুরে বসন্ত উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের নগুয়ায় গ্রামাউস কার্যালয়ে ফুলপুর সাহিত্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফুলপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আকবর আলী আহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদ নিগার সুলতানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ আমিনুল হক। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি ও নাচ-গান উপভোগ করা হয়।
বিডি প্রতিদিন/এএ