ময়মনসিংহের তারাকান্দায় গরু চুরি মামলাসহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তারাকান্দা থানা পুলিশ তাদের গ্রেফতার করে। জানা যায়, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়েরের দিকনির্দেশনায় এসআই জাহিদ হাসান ও এসআই রফিকুল ইসলাম (২) সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন গরু চুরি মামলার আসামি উপজেলার কামারগাঁও গ্রামের জামাল উদ্দিন (৪০), হরিয়াতলা গ্রামের তোফাজ্জল হোসেন (৩০), বাতিকুড়া গ্রামের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মানিক মিয়া (২৫), ডৌহাতলী গ্রামের খাইরুল (২০) ও সালমান (২৫)। এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ শনিবার ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ