চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৪৪ হাজার ৯৪৮ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান কর্মশালায় সভাপতিত্ব করেন।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান কর্মশালায় এ তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, জেলার মোট ৮৯৬টি টিকাদান কেন্দ্রে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ১৭ হাজার ৬৫১ শিশুকে একটি নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী ১ লাখ ২৭ হাজার ২৯৭ শিশুকে একটি লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে ১ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক ও ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক নিয়োজিত থাকবেন।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় স্বাস্থ্য বিভাগের পক্ষে সহকারি প্রধান পরিসংখ্যান কর্মকর্তা মো. আখতার হোসেন, জুনিয়র স্বাস্থ্য-শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোছা. রেহেনা খাতুনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ