মাদারীপুরে আগামী সোমবার ৬ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭২ হাজার ৯৫০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল টিকা খাওয়ানো হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। রবিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানায়, জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভার( মাদারীপুর পৌরসভা ও শিবচর পৌরসভা)) সমন্বয়ে ৩ হাজার ৩২ জন স্বেচ্ছাসেবী ১ হাজার ৫০৪টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালনা করবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৩৬৮ জন শিশু ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৫১ হাজার ৫৮২ শিশুকে এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মুনির আহমেদ খান তার বক্তব্যে বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা থেকে রক্ষা পায়, তা নয়। ভিটামিন এ ক্যাপসুল শিশুদের আরও বহুবিধ উপকার করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টি শক্তি ভালো রাখে ও শিশু মৃত্যুর হার কমায়।
সংবাদ সম্মেলনে সিনিয়র মেডিকেল অফিসার ডা. এম এম খলিলুজ্জামানের সঞ্চালনায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ